ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৫৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৫৩:৪০ অপরাহ্ন
নির্ধারিত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দেওয়ার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জামালুদ্দিন খালিদ ও বিনইয়ামীন মোল্লা সমর্থিত প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের বাসভবনের সামনে তারা অবস্থান নেন। এ সময় একাধিক স্বতন্ত্র প্রার্থীকে অবস্থান কর্মসূচিতে দেখা গেছে। উপস্থিত আন্দোলনকারীরা ৯ তারিখের মধ্যে ডাকসু দেওয়ার জোর দাবি জানান এবং আদালতের সিদ্ধান্তকে ‘প্রহসনমূলক’ হিসেবে উল্লেখ করেন। এ সময় বিনইয়ামীন মোল্লা বলেন, আপনারা শিক্ষার্থীদের দোদুল্যমান রাখছেন। আওয়ামীলীগের সময় হাইকোর্টকে ব্যবহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল হয়েছে। এখনো যদি ব্যবহার করা হয়, তাহলে কী আমরা এটিকে স্বাভাবিক প্রক্রিয়া বলব? তিনি বলেন, ডাকসু দেশের মানুষের আস্থার জায়গা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গা। সে জায়গা থেকে মোটেও এই বিষয়গুলো কোনো স্বাভাবিক ঘটনা না।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net