এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৮:২২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৮:২২:৫২ অপরাহ্ন
দক্ষিণ ভারতীয় সিনেমায় এই সময়ের অন্যতম সেরা তারকা অভিনেত্রী রাশমিকা মন্দানা। ‘পুষ্পা’ থেকে ‘সীতা রামাম’, কিংবা বলিউডের ‘গুডবাই’, প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরে দর্শক-সমালোচকদের সমানভাবে প্রশংসা কুড়িয়েছেন। ভক্তদের কাছে রাশমিকা আজ ‘জাতীয় ক্রাশ’। শোনা যাচ্ছে, এবারে তিনি নামছেন একেবারে ভিন্ন অভিযানে। হরর-কমেডির গল্পে তাঁকে দেখা যাবে ভূতের চরিত্রে! তামিল সিনেমার জনপ্রিয় হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘কাঞ্চনা’। দীর্ঘ কয়েক বছর ধরে এই সিরিজটি দর্শকদের একইসঙ্গে ভয় আর হাসির অভিজ্ঞতা উপহার দিয়ে আসছে। রাঘব লরেন্সের এই সিরিজের প্রতিটি কিস্তিই বক্স অফিসে সফল হয়েছে। এবার যখন নতুন কিস্তি ‘কাঞ্চনা ৪’ নিয়ে আলোচনা শুরু হয়েছে, তখনই আলোচনায় এসেছেন রাশমিকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই ছবিতে ভূতের চরিত্রেই দেখা যাবে রাশমিকাকে। যদিও নির্মাতারা এখনও অফিসিয়ালি ঘোষণা দেননি, তবু তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে রাশমিকার ভূমিকাটাই হতে যাচ্ছে এবারের ছবির প্রাণকেন্দ্র। রাশমিকাকে নিয়ে এত উত্তেজনার কারণও আছে। এতদিন তিনি মূলত রোমান্টিক, পারিবারিক নাটক কিংবা অ্যাকশনধর্মী ছবিতেই বেশি অভিনয় করেছেন। এবার যদি সত্যিই ভূতের চরিত্রে পর্দায় আসেন, তবে তা হবে তার ক্যারিয়ারের একেবারে নতুন মোড়। ‘কাঞ্চনা ৪’ সিনেমায় তাঁর ভূতের চরিত্রের উপস্থিতি যদি সত্যি হয়, তবে তা নিঃসন্দেহে দর্শকদের জন্য হবে নতুন অভিজ্ঞতা- হাসি আর ভয়ের মিশেলে তৈরি সিনেমার কেন্দ্রে একেবারে নতুন ধাঁচে রাশমিকা। এই ছবিতে শুধু রাশমিকাই নন, আরও থাকছেন পূজা হেগড়ে, নোরা ফাতেহি, রেড্ডি কিংসলে, আনন্দরাজের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। এদিকে ২০২৫ সালটা রাশমিকার বেশ আনন্দেই যাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘চাভা’, মার্চে সালমান খানের বিপরীতে মুক্তি পায় ‘সিকান্দার’, জুনে ধনুশ-নাগার্জুনার সঙ্গে মুক্তি পেয়েছে ‘কুবেরা’। এর বাইরে সামনে আছে আরও চমক ‘থামা’ ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে তিনি অভিনয় করছেন এক ভ্যাম্পায়ারের চরিত্রে। একইসঙ্গে চলছে রাশমিকার আরেকটি আলোচিত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ এর কাজ। সব মিলিয়ে, নতুন প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় এই তারকার জন্য ২০২৫ সাল হয়ে উঠছে নানা রঙের চরিত্র আর চ্যালেঞ্জে ভরা। আর রাশমিকা যদি সত্যিই ‘কাঞ্চনা ৪’ এ ভূতের চরিত্রে হাজির হন, তবে তা শুধু তাঁর ক্যারিয়ার নয়, ভারতীয় হরর-কমেডি সিনেমার ক্ষেত্রেও হয়ে উঠতে পারে এক বড় চমক।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net