যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয়

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৮:১৯:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৮:১৯:৫৯ অপরাহ্ন
অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে বিতর্কিত সঞ্চালক হিসেবেই বেশি আলোচনায় থাকেন শাহরিয়ার নাজিম জয়। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সরব এই তারকা। সমকালীন নানা ইস্যুতে খোলাখুলি মতপ্রকাশ করেন তিনি। তবে তার সেই স্ট্যাটাস প্রায়ই তাকে টেনে আনে সমালোচনার ঝড়ের কেন্দ্রে। গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে জয় লিখেন ‘যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না। আশপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ, তাদের অপরাধ কেউ মনেও করে না, তাদের কেউ গালিও দেয় না।’ তার এই বক্তব্য ঘিরেই চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ কেউ জয়ের সাহসী অবস্থানকে সমর্থন করেছেন, আবার অনেকেই তাকে আক্রমণ করে অশালীন মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেন, ‘আচ্ছা ভাইয়া, আপনাকে মানুষ কেন গালি দেয়?’ নোমান খান নামের এক অনুসারী লিখেছেন, ‘সত্যের পক্ষে থাকুন, মানুষ ভালোবাসবেই। তবে আওয়ামী লীগ থেকে দূরে থাকুন।’ আব্দুল্লাহ নামে একজনের পরামর্শ ‘এত কথা আর খাতিরের দরকার কি, চুপ থাকেন কয়দিন, দিন ফিরবে ইনশাআল্লাহ।’ অন্যদিকে একজন ভক্ত লিখেছেন, ‘ঠিক বলেছেন ভাই, আপনার মতো সৎ সাহস সবার নেই।’

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net