
রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে খুন ও গুমের হুমকির শিকার হয়েছেন মাউনটেন কনজুমার লিমিটেডের সেলস ম্যানেজার নূর মোহাম্মদ উজ্জ্বল। কোম্পানিরই আরেক কর্মকর্তা আল মামুন ভূঁইয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ২৩৫৮, তারিখ ২৬ আগস্ট ২০২৫) করেছেন উজ্জ্বল। নূর মোহাম্মদ উজ্জ্বল জানান, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে তিনি মাউনটেন কনজুমার লিমিটেডে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত। দায়িত্ব পালনের সময় কোম্পানির কর্মকর্তা আল মামুন ভূঁইয়া মালিকের অনুপস্থিতিতে বিপুল অর্থ হাতিয়ে নিতেন। ওই অবৈধ কাজে সহযোগিতা করতে তাকে একাধিকবার চাপ দেওয়া হলেও তিনি সোজাসাপ্টা অস্বীকার করেন।
২০২৫ সালের ১৫ এপ্রিল দুপুরে মোহাম্মদপুর তিনরাস্তার বেড়িবাঁধ এলাকায় মামুন ভূঁইয়া তাকে কাজের কথা বলে ডেকে নিয়ে আবারও অর্থ জালিয়াতিতে সহযোগিতা করতে বলেন। উজ্জ্বল তা প্রত্যাখ্যান করলে মামুন ভূঁইয়া প্রকাশ্যে সাধারণ মানুষের সামনে তাকে ধাক্কা দেন এবং হুমকি দিয়ে বলেন যে কোনো সময় তোকে গুম করে দেব, তোকে খুন করব। উজ্জ্বল প্রাণ বাঁচাতে কৌশলে দৌড়ে সেখান থেকে পালিয়ে যান। পরে মালিক ও পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি আইনগত সহায়তা নিতে বাধ্য হন।
ম্যানেজার নূর মোহাম্মদ উজ্জ্বল বলেন, আমি প্রতিদিন ভয়ে দিন কাটাচ্ছি। আমার প্রাণের নিরাপত্তা হুমকির মুখে। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়। কোম্পানির মালিকও ঘটনাটি নিশ্চিত করেছেন এবং বিষয়টি তদন্ত করে অপরাধীর শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।