শ্রীপুরে পুলিশের গাড়ি থেকে ছিনতাই হওয়া আসামিসহ গ্রেফতার ৫

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:২৪:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:২৪:০০ পূর্বাহ্ন
শ্রীপুর (গাজীপুর) থেকে উজ্জল মিয়া গাজীপুরের শ্রীপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া শীর্ষ সন্ত্রাসী সুমন ও তার ভাইসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার শীর্ষ সন্ত্রাসী সুমনকে গ্রে ফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহাম্মদ আব্দুল বারিক। এর আগে গতকাল রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মো. সুমন শেখ (৩৫) উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মো. মোসলেম উদ্দিন মাস্টারের ছেলে। অন্য আসামিরা হলেন- সন্ত্রাসী সুমনের ভাই রাজিব শেখ (২৮), রুকন (২৩), সিহাব (৩৫), সোহান (২৩)। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, গত বৃহস্পতিবার রাতে শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তার মোড়ে হামলা চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুমন শেখকে ছিনিয়ে নেয় সন্ত্রাসী বাহিনী। গ্রেফতারের পর কয়েক দফা হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত দুটি গাড়িতে ভাঙচুর চালায়। এসময় পুলিশের তিন কর্মকর্তাসহ সাত সদস্য আহত হয়। ঘটনার পরপরই এদের গ্রেফতারের জন্য দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ ঢাকার মোহাম্মদপুর এলাকায় আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসী সুমন শেখ তার ভাই রাজিব শেখসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net