পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে!

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৮:০৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৮:০৩:৪৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে সংস্থাটি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারতে এবং আংশিকভাবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ৮ দলের এই মর্যাদার টুর্নামেন্ট। এবারের আসরে মোট পুরস্কার ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি। অবাক করা তথ্য হলো, নারীদের এই বিশ্বকাপের পুরস্কার অর্থ ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেবার পুরুষদের আসরে প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, “এটি নারী ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রাইজমানির এই ব্যাপক বৃদ্ধির মাধ্যমে আমরা দেখাতে চাই, নারী ক্রিকেটাররা পুরুষদের সমান মর্যাদা পাওয়ার যোগ্য।” উল্লেখ্য, ২০২২ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার। এবার চ্যাম্পিয়নদের জন্য প্রাইজমানি বেড়ে দাঁড়াল ৪.৪৮ মিলিয়নে। অন্যদিকে, ২০২৩ সালে ভারতের মাটিতে পুরুষ বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার, যা এবার পেছনে ফেলল নারী ক্রিকেট। বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। টুর্নামেন্টের সূচি ও ভেন্যু শিগগিরই প্রকাশ করবে আইসিসি।
কে কত প্রাইজমানি পাবে-
চ্যাম্পিয়ন দল পাবে: ৪.৪৮ মিলিয়ন ডলার
রানার্স-আপ: ২.২৪ মিলিয়ন ডলার
সেমিফাইনালিস্ট দল : ১.১২ মিলিয়ন ডলার করে
গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের পুরস্কার: ৩৪,৩১৪ ডলার
৫ম ও ৬ষ্ঠ স্থানে থাকা দল: ৭ লাখ ডলার করে
৭ম ও ৮ম দল: ২.৮ লাখ ডলার করে
প্রত্যেক অংশগ্রহণকারী দল পাবে: ২.৫ লাখ ডলার
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net