জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৫:২০:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৫:২০:২৪ অপরাহ্ন
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে একদল বিক্ষুব্ধ লোক। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেসসচিব ও যুগ্ম মহাসচিব খন্দকার দেলোয়ার জালালী জানান, বিক্ষুব্ধরা কার্যালয়ের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এতে লাইব্রেরির বই, গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে যায়। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বিকেল সাড়ে ৩টায় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেল সাড়ে ৪টায় তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সন্ধ্যায় কর্মসূচি শেষ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতাকর্মীদের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কার্যালয় ত্যাগ করতে অনুরোধ করে। এরপর জাপা নেতাকর্মীরা চলে গেলে প্রায় ২০–৩০ জনের একটি দল পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইলের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও বলেন, এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাপার দপ্তর থেকে জানানো হয়, বিকেল ৪টার পর আরেকটি গ্রæপ চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উত্তরার বাসভবনে কয়েক দফা হামলার চেষ্টা চালায়। তবে সকাল থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করে। বর্তমানে কেন্দ্রীয় কার্যালয় ও চেয়ারম্যানের বাসভবনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net