গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০১:০৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০১:০৪:২৯ অপরাহ্ন
আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বারোমাসি জাতের আম। উপজেলার বিভিন্ন স্থানে কৃষি উদ্যোক্তারা বাণিজ্যিকভাবে চাষ করছেন ‘কাটিমন’ জাতের আম, আর এরই মধ্যে তারা পেয়েছেন আশাতীত সাফল্য।
কৃষকদের দাবি, বারোমাসি আম চাষ করে তারা বেশ লাভবান হচ্ছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সঠিক পরিচর্যার ফলে ফলন হচ্ছে ভালো এবং বছরজুড়ে আম উৎপাদনের সুযোগ থাকায় বাড়ছে বাজারজাতকরণের সুযোগও। শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন জেলায়ও এই আমের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, “বারোমাসি আম চাষ সম্প্রসারণে আমরা কৃষকদের পাশে রয়েছি। নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ প্রদান করে তাদের আরও বেশি উৎপাদন ও লাভবান হতে সহায়তা করা হচ্ছে।”

এদিকে উপজেলার তরুণ প্রজন্মও এই চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে। প্রতিনিয়ত গড়ে উঠছে নতুন নতুন উদ্যোক্তা। কৃষকরা আশা করছেন, যদি সরকারি সহযোগিতা বাড়ে, তবে গোমস্তাপুর খুব শিগগিরই দেশের বারোমাসি আম উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net