বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলো নিয়ে কাজ করতে গৃহায়ন ও গণপূর্ত সচিবের নেতৃত্বে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে এ সংক্রান্ত গঠিত কমিটি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ১ নম্বর নতুন ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে গঠিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ ফাওজুল কবির খান। সচিবালয়ে সভা শেষে কমিটির সদস্য পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কমিটি কেমন করে কাজ করবে আজ আমরা সেটা ঠিক করেছি। যে সমস্যাগুলো এসেছে সেগুলো আসলে আজকের সমস্যা নয়। এগুলো বহুদিন আগের সমস্যা। এগুলো সমাধান করতে হলে সবার সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে। সে জন্য আমরা একটি ওয়ার্কিং গ্রুপ করেছি। সেই গ্রুপে মোট ১৪ জন প্রতিনিধি থাকবেন। যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ার রিক্রুট করা হয়, সেই সংস্থা প্রধানরা এ কমিটিতে থাকবেন। একইসঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও চার জন প্রতিনিধি থাকবেন। মোট ১৪ জনের সমন্বয়ে এটা হবে। জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব থাকবে সেখানে। তিনি বলেন, এ কমিটি ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের বক্তব্যগুলো আগে শুনবে। পরবর্তী কার্যদিবসে তাদের বক্তব্যগুলো শুনবে। ইঞ্জিনিয়ার সেক্টর সম্পর্কে যারা ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্য এই কমিটি শুনবে। রিজওয়ানা হাসান বলেন, অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে। সেগুলো দেখে কমিটি আমাদের আবার ব্রিফ করবে। সেই মোতাবেক আমরা এগোবো।