‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ নিয়ে যা বললেন এমা স্টোন

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৭:৩৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৭:৩৪:০২ অপরাহ্ন
স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ সিনেমাটিকে জীবনের সেরা সময় হিসাবে অভিহিত করেছেন হলিউড অভিনেত্রী এমা স্টোন। সম্প্রতি ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। দুবারের অস্কারজয়ী এ অভিনেত্রী ২০১২ এবং ২০১৪ সালে অ্যান্ড্র- গারফিল্ড পরিচালিত সিরিজের দুটি সিনেমার পিটার পার্কারের প্রেমিকা গোয়েন স্ট্যাসির চরিত্রে অভিনয় করেছিলেন। ভোগের সঙ্গে সাক্ষাৎকারের সময় তার কিছু আইকনিক লুক তুলে ধরা হয়। যেখানে ২০১৪ সালে লন্ডনে ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান-২’-এর প্রিমিয়ারে তার একটি ছবি উপস্থাপন করা হয়েছিল। তার পরা হলুদ গাউনটি নিয়ে প্রশংসা করার পর, স্টোন দুটি সুপারহিরো সিনেমায় কাজ করার সময়কার কথাও স্মরণ করেন। তিনি বলেন, ‘স্পাইডারম্যান আমার খুব পছন্দের একটি সিনেমা। ফ্র্যাঞ্চাইজিটিতে কাজ করতে সত্যিই ভালোবাসি। আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের সবাইকে ভালোবাসি।’ এমা আরও বলেন, ‘আমি সেখানে অ্যান্ড্রু গারফিল্ডের দেখা পেয়েছি, স্যালি ফিল্ডের দেখা পেয়েছি, মার্ক ওয়েব অসাধারণ ছিলেন। এটি আমার জীবনের সত্যিই বিশেষ কিছু ছিল।’ সাক্ষাৎকারে জীবনের সেরা সময় কাটানোর পাশাপাশি কিছু কষ্টের কথাও শেয়ার করেছেন এমা। বলেছেন, মায়ের স্তন ক্যানসারের লড়াইয়ের কথা। আরও জানিয়েছেন ‘বুগোনিয়া’ সিনেমা জন্য মাথা ন্যাড়া করার আগে কেঁদেছিলেন অভিনেত্রী। চুল কেটে ফেলার অনুভূতি বর্ণনা করার সময় এমা স্বীকার করেছেন, ‘পৃথিবীতে এর চেয়ে আবেগতাড়িত হওয়ার মতো আর কোনো বিষয় নেই।’ ইয়োর্গোস ল্যান্থিমোসের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বুগোনিয়া’র জন্য মাথা ন্যাড়া করতে এমা স্টোন আপত্তি করেননি, তবে এ অভিজ্ঞতা তাকে বেশ আবেগপ্রবণ করে তুলেছিল।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net