টঙ্গীতে ব্যবসায়ীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১১:০৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১১:০৯:০৫ অপরাহ্ন
টঙ্গীতে থেকে দেওয়ান রফিকুল ইসলাম মাখন
ঐতিহ্যবাহী সোনাবানের শহর, এই শহরে প্রায় ২০০শ বছর আগে তৎকালিন পাহারী হাট বা বাজার নামে পরিচিত, বর্তমানে টঙ্গী বাজার নামে খ্যাতি অর্জন করে। এই বাজারকে ঘিরে প্রায় ৫,০০০  ব্যবসায়ীর উদ্যোগে টঙ্গী তুরাগ নদীতে বেলী ব্রিজ নির্মাণের দাবিতে এক মানববন্ধন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী বাজার ফ্রাইওভার ব্রিজের উপরে গত রোববার সকাল ১০ ঘটিকার সময় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, জুলাই যোদ্ধা ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। টঙ্গী বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আব্দুস সাত্তার মিয়ার সভাপত্তিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন-গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ হাসান উদ্দিন সরকার। আরো বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি মো. সালাউদ্দিন সরকার, বিএনপি নেতা মো. বসির উদ্দিন আহমেদ, বিএনপি নেতা ও গাজীপুর মহানগর বিএনপি’র ৫৭নং ওয়ার্ডের সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরন, বিএনপি নেতা আব্দুর রহিম (কালা), বিএনপি নেতা রুবেল, বিএনপি নেতা জসিম উদ্দিন, সরকার শাহিনুর ইসলাম রনি, জামাতের নেতা মুফতী মাওলানা আব্দুল মাসুদুল করিম, কেরাতম আলী, টঙ্গী বাজার ব্যবসায়ী রুবেল, সুমন আহমেদ, মফিজ বেপারী। আলহাজ হাসান সরকার বলেন, টঙ্গী বাজারের ব্যবসায়ীরা ঢাকা উত্তরা, টঙ্গী, আব্দুল্লাহপুর সহ গাজীপুরের লক্ষ লক্ষ মানুষের জন দুর্ভোগের কারণ হলো বেলী ব্রিজ সেতু। এই সেতু না থাকার কারণে টঙ্গী বাজারে ৫,০০০ দোকান, চাউল ব্যবসায়ীরা ব্যবসা থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে ব্যবসায়ীরা গাড়ি যাতায়াত না করায় ব্যবসা দিন দিন ধ্বসে যাচ্ছে। তারা অবিলম্বে টঙ্গী, গাজীপুর, উত্তরা, আব্দুল্লাহপুর  বাসির আকুল আবেদন অবিলম্বে তুরাগ নদীর উপরে অতি দ্রুত বেলী ব্রিজ সেতু নির্মাণের দাবি জানান। যতদিন পর্যন্ত বেলী সেতুর কাজ না ধরবে ততদিন পর্যন্ত আন্দোলন/মানববন্ধন চলবেই। অনুষ্ঠানের আগে কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন গাজীপুর মহানগর জামাতের নেতা মোহাম্মদ মাওলানা কেরামত আলী। অনুষ্ঠানের পূর্বে হাজী মাজার এলাকার বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতা সাহাবুদ্দিন সাহা, সিদ্দিকুর রহমান ডুবলি, জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা মামুন, এরশাদ নগরের বিএনপি’র নেতা মিলন সহ টঙ্গী, চেরাগআলী, নোয়াগাঁও, হোসেন মার্কেট, মধুমিতা, বৌ বাজার, ফকির মার্কেট, গাজীপুরের জয়নাল মার্কেট, উত্তরা, আব্দুল্লাহপুর, আজমপুর, দলিপাড়া, বাউনিয়া, ক্যান্টনমেন্ট, মানিকদি, গুলশান, বনানী, কাওলা, উত্তরা আজমপুর সহ প্রায় শতাধিক এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটে। এই টঙ্গী বাজারে বেলী সেতু নির্মাণের দাবিতে টঙ্গী বাজার দোকান ব্যবসায়ীরা মানববন্ধন করেন। 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net