আদমদীঘিতে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৮:০০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৮:০০:১৭ অপরাহ্ন
আদমদীঘি (বগুড়া) থেকে বেনজীর রহমান
বগুড়ার আদমদীঘিতে কেজি স্কুলের ৯ম শ্রেণীর এক ছাত্রী (১৪) কে অপহরণের অভিযোগে তিনজনের  বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভিকটিমের মা আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির পুশিন্দা গ্রামে সুমিত্রা রানী বাদি হয়ে পাশের দত্তবাড়ি গ্রামের মাহবুবের ছেলে মো: জয় (১৬) তার বাবা মাহবুর (৪০) ও আবুল হোসেনের ছেরে সুমন (৩০) এ বিরুদ্ধে আদমদীঘি থানায় এ অভিযোগ করেন। 
অভিযোগে জানাযায়, আদমদীঘি উপজেলার পুশিন্দা গ্রামের ওই স্কুল ছাত্রী বিদ্যালয় ও কোচিংয়ে যাওয়া আসার সময় জয় নামের উক্ত কিশোর মো: জয় উত্যক্ত ও কু-প্রস্তাব দিত। ঘটনা জানার পর ছাত্রীর পরিবার থেকে মো: জয় পরিবারকে অবগত করেন। এরপর কোন সুরাহা না করে উপরন্ত ক্ষিপ্ত হয়ে গত ১৮ আগষ্ট সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাবার পথে মুরইল বাজারের সামনে রাস্তায় পৌঁছিলে তার ইচ্ছার বিরুদ্ধে জয়সহ অপর সহযোগিরা জোড়পুর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানার পর গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়া নিশ্চিত করে বলেন একজন দারোগাকে তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net