কলাপাড়ায় ৬ জেলে নিয়ে আবারও ট্রলার ডুবি ॥ নিখোঁজ ৯ জেলের সন্ধান মিলেনি

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৭:৫২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৭:৫২:০৩ অপরাহ্ন
কলাপাড়া থেকে বিশ্বাস শিহাব পারভেজ মিঠু
কলাপাড়ার রাবনাবাদ নদীর সাগর মোহনায় উত্তাল ঢেউয়ের তোড়ে ছয় জেলে নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এসময় ট্রলারে থাকা জেলেদের সমুদ্রে ভাসমান অবস্থায় অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে। গতকাল দুপুরে এ ট্রলারটি ডুবে যায়। 
উদ্ধার হওয়া জেলেরা জানান, কলাপাড়ার লালুয়ার প্রিন্স গাজীর মালিকানাধীন নামবিহীন ট্রলারটি গতকাল সকালে ছয় জেলে নিয়ে সমুদ্রে মাছ শিকারে যায়। এসময় সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে গেলে ট্রলারে থাকা ছয় জেলে সমুদ্রে পড়ে যায়। এসময় কাছাকাছি থাকা একটি ট্রলারের জেলেরা বিষয় টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে নিয়ে আসে।
পড়ে বিকালে ট্রলারটি ভেসে এলে সেটি উদ্ধারের চেষ্টা করলেও উত্তাল ঢেউয়ের কারনে তাৎক্ষণিক উদ্ধার করা যায়নি এসময় ট্রলারে থাকা সকল মালামাল ভেসে যায়।
এদিকে রবিবার ডুবে যাওয়া এফবি মায়ের দোয়া ট্রলারের ১৪ জেলে বুধবার উদ্ধার হলেও এখনও ছয় জেলে নিখোঁজ রয়েছে। তারা হলেন আবু তাহের, কামাল, রিয়াজ উদ্দিন, তমিজ,  সোহাগ ও শাহাবুদ্দিন। নিখোঁজ জেলেদের বাড়ি চট্রগ্রামের বাঁশখালি এলাকায়। এছাড়া গত দুই সপ্তাহ আগে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ তিন জেলেকে এখনও সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মুষলধারে বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ শিকার বন্ধ রয়েছে। শতশত ট্রলার কলাপাড়ার আলিপুর মহিপুর মৎস্য বন্দরে নিরাপদ আশ্রয় আছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net