
পারভীন আকতার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি’র নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি.-তে যোগদান করেছেন। পারভীন আকতার ১৯৯৬ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।
তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯০ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি মহাব্যবস্থাপক হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে কর্মরত ছিলেন। বাংলাদেশ কৃষি ব্যাংকে তিনি আন্তর্জাতিক ও হিসাব, আইসিটি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন এবং আদায় মহাবিভাগের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি. এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ বিদেশে বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনারে অংশ গ্রহণ করেছেন।