শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৩:১১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৩:১১:২১ অপরাহ্ন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল পৌনে চারটার সময় উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের ময়না ডেইরি ফার্মসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পরপরই জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে। আব্দুল মতিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, সকাল থেকেই এই ব্যক্তি রেললাইনের আশপাশের এলাকায় হাঁটাহাঁটি করেন। বেশির ভাগ সময় তিনি কারও সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। আচার-আচরণ অনেকটাই অস্বাভাবিক মনে হয়েছে। চেহেরায় অনেকটা বিমর্ষ মনে হয়েছে। মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আসার আগমুহূর্তে সে রেললাইনের আরও কাছে যায়। হঠাৎ করে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পাশেই ছিটকে পড়ে। এ বিষয়ে রেলওয়ে প্রকৌশল বিভাগ গফরগাঁও অঞ্চলের কি-ম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমি এই অংশের ছয় কিলোমিটার রেলপথের দায়িত্বে। আমি সামান্য দূরে ছিলাম। এমন সময় ঘটনা শোনার পরপরই এসে রেলপথের পাশেই মরদেহ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net