কী রকম ভালো মানুষ যে ৮০ টুকরা হতে হয় প্রশ্ন কাদের সিদ্দিকীর

আপলোড সময় : ২৮-০৫-২০২৪ ১২:০৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৪ ১২:০৩:২৩ অপরাহ্ন
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, দেশটা কেমন যেন ধ্বংসের পথে। কয়দিন আগে কলকাতায় এক এমপিকে নাকি ৮০ টুকরা করছে। আওয়ামী লীগের একজন এমপিকে ৮০ টুকরা করে, যার মাংস পাওয়া যায় না। যে যতই বলুক, যদি লাশ না পাওয়া যায়, তাহলে মামলাটি দুর্বল হবে। মামলায় আলামত লাগবে। আমরা কী রকম ভালো মানুষ যে আমাদের ৮০ টুকরা হতে হয়? কী রকম ভালো মানুষ সংসদে গেছে? কী রকম ভালো মানুষ আওয়ামী লীগের এমপি হয়েছে? গত রোববার রাত ৮টায় উপজেলার হারিঙ্গাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেনের (গামছা প্রতীক) পক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। দেশের উন্নয়ন প্রকল্পের নানা অনিয়মের চিত্র তুলে ধরে কাদের সিদ্দিকী আরও বলেন, দেশে কোনো উন্নয়ন হয় নাই, কিছু দালান-কোঠা হয়েছে। বিদেশে ছেলেরা থাকে, তারা কিছু টাকা পাঠায়। ওই টাকা দিয়ে সরকার ফুটানি করে। যখন একটা সরকারি প্রজেক্ট হয়, তারা অর্ধেক চুরি করে। যদি কোনো প্রকল্পে টাকা লাগে এক কোটি, তারা ধরে রাখে চার কোটি। বাকি টাকা চুরি করে। এক কোটিরও (টাকা) কাজ করে না। কীভাবে যে দেশটা চলছে-একটু গভীরভাবে না ভাবলে চলে না। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন আপনাদের কাছে একটা পথ খোলা আছে। সেটা হচ্ছে, প্রতিবাদ করতে হবে, না হলে গামছায় ভোট দিতে হবে। আগামী ৫ জুন গামছা প্রতীকে ভোট দিলে সরকার যা খুশি তা করতে পারবে না। পথসভায় আরও বক্তব্য দেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান কাদের সিদ্দিকীর ভাই আজাদ সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী সানোয়ার হোসেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস সবুর খানসহ অনেকে। উল্লেখ্য আগামী ৫ জুন টাঙ্গাইলের সখীপুরে ভোট হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজনসহ মোট ছয়জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net