ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৩:১৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৩:১৩:৫৮ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঠিকাদারির টাকা’ নিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গতকাল রোববার দুপুরে রেজিস্ট্রার ভবন থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাকিব কবি জসীম উদ্?দীন হলের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন। তিনি ছাত্রলীগের জয়-লেখক কমিটির সহসভাপতির দায়িত্বে ছিলেন। প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নকাজে ঠিকাদারির মাধ্যমে প্রভাব বিস্তার করতেন রাকিব। সেই ধারাবাহিকতায় গতকাল রোববার দুপুরেও তিনি রেজিস্ট্রার ভবনে এসে ঠিকাদারির বকেয়া টাকার দাবি জানান। এসময় শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটক করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, রাকিবুল ইসলাম রাকিবকে আইনানুগ প্রক্রিয়ায় শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net