শেরপুরে কোটি টাকার সরকারি জমি উদ্ধার

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১২:৪২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:৪২:৫০ অপরাহ্ন
শেরপুর থেকে জি এইচ হান্নান শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে পাহাড়ের কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা ও উপজেলা প্রশাসন। গত রোববার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন। এসময় পুলিশ সদস্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বাকাকুড়া মৌজার ১নং খাস খতিয়ানের দুটি দাগে মোট ০.৩৬ একর খাস জমি অবৈধভাবে দখল করে বেশকিছু দোকানপাট গড়ে তোলা হয়েছিল। দীর্ঘদিন ধরে স্থানীয় এক শ্রেণির ভূমিদস্যু ওই জমি ভোগ দখল করে আসছিল। অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় কোটি টাকা মূল্যের এ সরকারি জমি উদ্ধার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত জমিতে কাংশা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে সরকারি জমি উদ্ধার অভিযানের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net