নোয়াখালীতে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে মিলাদ-মাহফিলের আয়োজন, আটক ৩

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১১:২১:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১১:২১:০৪ পূর্বাহ্ন
নোয়াখালী থেকে মো. ফখর উদ্দিন নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করায় এক যুবলীগ নেতা এবং স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত ১৫ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে একই দিন বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া এলাকার মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন। পার্শ্ববর্তী সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মাহফিলটি পরিচালনা করেন। পরে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে। এরপর রাত ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ইমাম, মুয়াজ্জিন ও যুবলীগ নেতা সুমনকে আটক করে। এ ঘটনায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ করার প্রতিবাদে রাতেই চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, জামায়াতের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়েছে। আমি থানার বাইরে আছি, আটককৃতদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net