কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৪:১৯:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৪:১৯:০৩ অপরাহ্ন
* ২ দফা দাবি আদায়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম * দাবি না মানলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা রাজধানীর বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটির দাবি বাস্তবায়নে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা লাগাতার অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাফনের কাপড় পরে প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করেছে। এসময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আলহাজ মো. আব্দুর রহিম ও তার সন্তান এডভোকেট নূরতা আরা ঐশীসহ শতশত বস্তিবাসী উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার সচিবালয়ের গেইটে প্রতীকী অনশন করতে গেলে তাদের বাঁধা দেয় পুলিশ। তখন নতুন কর্মসূচী ঘোষণা করেন তারা। কাফনের কাপড় পরে প্রতীকী অবস্থান কর্মসূচীতে আব্দুর রহিম বলেন, বিগত সরকারের কাছে বারবার কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটির সমাধান চেয়েও সমাধান পাইনি। অতঃপর গত বছর হাসিনা সরকারের পতনের পর এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, ভূমিমন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের আইজিপি বরাবরে যথাযথ ব্যবস্থা নিয়ে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভূমি মন্ত্রণালয় ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনও করেন। প্রজ্ঞাপনে আগামী ৩ মাসের মধ্যে রিপোর্ট দাখিল করার নির্দেশ দেন। অদৃশ্য কারণে ৭ মাস অতিবাহিত হলেও এর কোনো অগ্রগতি নেই। প্রতিবেদনও দাখিল হয়নি, বস্তিবাসীদের ভাগ্যও পরিবর্তন হয়নি। অথচ আমলাদের ও উপদেষ্টাদের ভাগ্য ঠিকই পরিবর্তন হচ্ছে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গত ৯ আগস্ট শনিবার থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গত সোমবার সচিবালয়ের গেইটে প্রতীকী অনশন করতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। যা খুবই দুঃখজনক। যত বাঁধা দেয়াই হোক না কেন, আমাদের আন্দোলন চলবেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো, প্রয়োজনে জীবন দেব, তবু রাজপথ থেকে পিছপা হব না। এসময় তিনি কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটির দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। দাবি না মানলে আগামী সোমবার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net