বেনাপোলে বিভিন্ন মামলায় পরওনাভুক্ত ১১ আসামি গ্রেফতার

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১০:৪০:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১০:৪০:২৪ অপরাহ্ন
বেনাপোল থেকে মো. ওসমান গনি
বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে প্রতারণা, ছিনতাইকারীদের সর্দার সোয়েবসহ বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার হয়েছে। এদের মধ্যে গ্রেফতারি পরওনাভুক্ত আসামি রয়েছে ৮ জন এবং নিয়মিত মামলার আসামি ৩ জন। গ্রেফতারকৃতদের মধ্যে ছিনতাই ও প্রতারণা মামলার আসামিরা হলেন-বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮), আনোয়ারের ছেলে বাবু (২৪), নজরুল ইসলামের ছেলে মাসুম (৪০), সাদিপুর গ্রামের মিয়ারাজ হোসেনের ছেলে ইশরাত (২৮),  গাতিপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে মোমিনুর (২১), তালশারি গ্রামের শহিদুল ইসলামের ছেলে নজরুল (৩৪),  ভবারবেড় গ্রামের মুন্সি ব্যাপারীর ছেলে  আবু সাঈদ ব্যাপারী (২৬) ও গোপালগঞ্জের বাগেরবাড়ি এলাকার সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০)।
অপরদিকে গ্রেফতারকৃত নিয়মিত মামলার আসামিরা হলেন, পোর্টথানার পুটখালি গ্রামের আকরম আলীর ছেলে রনি হোসেন (২৫), বড়আঁচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬) ও ইসমাইলের ছেলে তহিদুল ইসলাম (২৪)। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১১ আগস্ট ভোর থেকে দুপুর পর্যন্ত বেনাপোল পোর্ট থানা এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতার হওয়া আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net