গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালিত

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১০:১৮:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১০:১৮:৪১ অপরাহ্ন
নলছিটি (ঝালকাঠি) থেকে মো. খলিলুর রহমান মৃধা
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে ও বিচারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ১২ আগস্ট সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাব এর সামনে এ কর্মসূচির আয়োজন করে নলছিটি প্রেসক্লাব। মানববন্ধনে বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, ভারপ্রাপ্ত সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন মনু, সাধারণ সম্পাদক কেএম সবুজ, নির্বাহী সদস্য ও প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান মৃধা, দফতর সম্পাদক মো. সাইদুল কবির রানা,সদস্য বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ। বক্তারা বলেন,  সারাদেশে সাংবাদিকদের ওপর ক্রমাগত জুলুম-নির্যাতন, হয়রানি ও হত্যার মতো জঘন্য  অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষায় আইন-প্রণয়ন করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. আ. কুদ্দুস তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম পলাশ, সাংবাদিক সাইফুল ইসলাম, খালিদ হোসেন, মশিউর রহমান, মাহবুব তালুকদার, মশিউর রহমান রাসেল, মো. আমির হোসেন, রাজিব কুমার মালো, ইমরান কৌশিক, আমিন হোসেন, নাইম মল্লিক, তপু পোদ্দার প্রমুখ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net