উমালোচন উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১০:১৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১০:১৭:০৩ অপরাহ্ন
কুমিল্লা থেকে মো. জাকির হোসেন
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে গত সোমবার দুপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে সদ্য অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক তপন কুমার ভৌমিক এবং অফিস সহকারী নারায়ণ চন্দ্র দাসকেও বিদায় সংবর্ধণা দেয়া হয়।
পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে এক অভিভাবক সমাবেশও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার এবং বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।  

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net