বন্ধ হলো কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎকেন্দ্রের বাঁধের সব জলকপাট

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১২:০৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১২:০৫:৩৩ অপরাহ্ন
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার নিচে আসায় সাত দিন পর বন্ধ হলো বাঁধের ১৬টি জলকপাট। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় পানি বিদ্যুৎকেন্দ্রের সব কটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসার পানি কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়। একই সঙ্গে পানি বিপদসীমায় পৌঁছায়। এসব কারণে ৫ আগস্ট মধ্যরাতে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরবর্তী সময়ে পানির বৃদ্ধি অব্যাহত থাকায় ধাপে ধাপে এটি সাড়ে তিন ফুট পর্যন্ত খোলা হয়। তিনি আরও জানান, কাপ্তাই লেকের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট মিনস সী লেভেল। বর্তমানে পানির উচ্চতা ১০৭. ৩৪ ফুট মিনস সী লেভেলে আছে। বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে লেকে পানির উচ্চতা কমে আসছে। এ জন্য জলকপাটগুলো বন্ধ রাখা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net