
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজ হওয়ার ১২ দিন পর মিজান শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিজানকে হত্যার পর তার লাশ পুঁতে রাখা হয়েছিল এক ব্যক্তির উঠানে। গতকাল মঙ্গলবার ভোরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টু নামে এক ব্যক্তির বাড়ির উঠানে পুঁতে রাখা লাশটি উদ্ধার করা হয়। ভ্যান ছিনতাই করতেই মিজানকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন। জানা গেছে, গত ৩১ জুলাই ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি পাঁচ্চর ইউনিয়নের পশ্চিম বালাকান্দি এলাকার মিজান। এরপর দিন নিখোঁজের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নামে শিবচর থানা পুলিশ। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিন শামীম (৩২) নামে এক ব্যক্তিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে আটক করে পুলিশ। শামীম শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার হাসেম শেখের ছেলে। শামীমের দেওয়া তথ্য মতে নান্টুর বাড়ি থেকে মিজানের লাশ উদ্ধার করে পুলিশ। সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।