নির্বাচনে ৮০ হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১২:০০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১২:০০:১০ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে ৮০ হাজারেরও বেশি সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সোমবার কেরাণীগঞ্জের তেঘরিয়ায় একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল। আমরা আশা করি, সব রাজনৈতিক দলের সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র?্যাব) সদস্যরাও নির্বাচনের মাঠে সক্রিয় থাকবেন বলে তিনি জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। এর মাধ্যমে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত নজরে আসবে। সরকার চায় নির্বাচনটি একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক এবং সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি কিছু নিরীহ ও নিরপরাধ ব্যক্তি রাজনৈতিক কারণে হয়রানির শিকার হয়েছেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক আছে এবং কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত জুলাই মাসের তুলনায় এই জুলাই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। থানায় সাধারণ মানুষের অবাধ যাতায়াত বেড়েছে এবং আনসারসহ অন্যান্য বাহিনীগুলো এখন অনেক বেশি সক্রিয়। যদিও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে এখনো কিছু বাকি আছে, তবে যে পরিস্থিতি আছে তাতে নির্বাচন সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না। জুলাই আন্দোলনে অনেক নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে অনেক নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা চাই, কোনো নিরীহ মানুষ যেন আইনের আওতায় না আসে। এজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। কিছু অর্থের বিনিময়ে কিছু নিরীহ মানুষকে আসামি করা হয়েছে- এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। এখন মানুষ অনেকটা অসংবেদনশীল হয়ে গেছে- কোনো ঘটনা ঘটলে প্রতিহত করার বদলে অনেকে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে। আগে দেখতাম, একটি শিশু পানিতে পড়ে গেলে অন্য কেউ লাফ দিয়ে উদ্ধার করত, কিন্তু এখন অনেকেই ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তিনি আরও বলেন, যেসব স্থানে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, সেখানে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। শুধু সাংবাদিক নয়, সাধারণ জনগণের ওপরও যাতে হামলা না হয়, সেজন্য সবাইকে প্রতিবাদী হতে হবে। চোখের সামনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটি প্রতিহত করা আমাদের ঈমানি দায়িত্ব। ৫ আগস্টের পর আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে- ইতোমধ্যে ২০ জন খুন হয়েছেন। এ অবস্থায় নির্বাচনে বড় কোনো শঙ্কা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু আমরা নয়, জনগণও একটি সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা কাজ করছি এবং উদ্ধারও হচ্ছে। আমরা পুরস্কারের ঘোষণা দিয়েছি- যে তথ্য দেবে তাকে পুরস্কৃত করা হবে। পুলিশের জন্য বডি ক্যামেরা কেন আনা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বডি ক্যামেরা থাকলে প্রতিটি জেলা কেন্দ্রে দেখা যাবে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কিনা। বর্তমানে পুলিশ, কারারক্ষী ও বিজিবির কাছে কিছু বডি ক্যামেরা আছে। আমরা আরও ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি থানা সদরেও দেওয়ার চিন্তা করছি। বডি ক্যামেরা দিয়ে সিসি ক্যামেরার মতো পর্যবেক্ষণ সম্ভব। প্রতি কেন্দ্রে আগের মতোই পুলিশ সদস্য থাকবে নাকি সংখ্যা বাড়বে- এমন প্রশ্নে তিনি জানান, প্রতি কেন্দ্রে ৬ জন পুরুষ আনসার, ৪ জন নারী আনসার ও ২ জন অস্ত্রধারী আনসার থাকে। এবার প্রিসাইডিং অফিসারের নিরাপত্তায় অতিরিক্ত ১ জন অস্ত্রধারী আনসার দেওয়া হবে। এছাড়া আরও ২-৩ জন অস্ত্রধারী পুলিশ সদস্য থাকবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার প্রায় ৮০ হাজার সেনাসদস্য নিয়োগ করা হবে। বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীও থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত তৎপরতা থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, গণমাধ্যম এবং জনগণ- সবার ভূমিকা অপরিহার্য। আপনারা সবসময় সত্য সংবাদ প্রকাশ করেন, আগের মতো পার্শ্ববর্তী দেশের মিথ্যা প্রচার এখন বন্ধ হয়ে গেছে। আশা করি, আপনারা সঠিক সংবাদ প্রচার অব্যাহত রাখবেন। আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়ানো ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে। তাছাড়া নারী ও পুরুষের জন্য আলাদা বুথ তো থাকছেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দিয়েছি। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা থাকবে যাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা- তা জেলা থেকে ও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায়। আমাদের পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের কাছে কিছু বডি-অর্ন ক্যামেরা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন করে আরও ৪০ হাজার বডি-অর্ন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা বিশেষ দল বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড দখল করে রাখছে সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো রকম চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতেও কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না- তা সে যে দলেরই হোক না কেন। উপদেষ্টা এর আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১০ এর সদর দপ্তর ও কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। কারাগার পরিদর্শনকালে তিনি বন্দিদের খাওয়া-দাওয়া ও জীবনযাত্রার মান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। উপদেষ্টা পরে কেরাণীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net