সাপ্তাহিক পরিস্থিতি

বিনিয়োগকারীদের ধরে রাখতে পারছে না ঢাকার পুঁজিবাজার

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৮:১২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৮:১২:০১ অপরাহ্ন
অর্থনৈতিক রিপোর্টার
বিনিয়োগকারী মুখর হচ্ছে ঢাকার পুঁজিবাজার, কাটছে মন্দাভাব। তবে থাকছে না ধারাবাহিকতা। গেল সপ্তাহে দৈনিক লেনদেনের হিসাব বলছে, প্রথম দিন লেনদেন ছাড়িয়েছে ১১০০ কোটি টাকার ঘর। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। তবে পরের তিন কার্যদিবসে টানা কমেছে লেনদেন। দ্বিতীয় দিনে ২০০ কোটির বেশি কমে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৭৩ লাখ। বাকি দুই কার্যদিবসের একদিন ৮০০ কোটির বেশি আর অন্যদিন লেনদেন ছিল ৭০০ কোটির ঘরে।
এদিকে, আগের দুই সপ্তাহের উর্ধ্বমূখী প্রবণতা ধরে রাখতে পারেনি প্রধান সূচক। সপ্তাহ ব্যবধানে ৩৫ পয়েন্ট হারিয়ে প্রধান সূচক নেমেছে ৫৪০৮ পয়েন্টে। তবে দশমিক ৪ শতাংশ বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ৭৯ কোটি টাকায়। খাতভিত্তিক লেনদেনে, ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেন কমেছে ১২ দশমিক এক নয় শতাংশ। তবে, ওষুধ ও কেমিক্যাল খাতে লেনদেন বেড়েছে প্রায় ৩৬ শতাংশ সর্বোচ্চ ১৭৫ শতাংশ বেড়েছে পাট খাতের দৈনিক গড় লেনদেন। দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে চারটিই সবচেয়ে ভালো মানের ‘এ’ ক্যাটাগরির আর একটি রয়েছে ‘বি’ ক্যাটাগরির। আর দাম কমতির তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৩টি ও ‘বি’ ক্যাটাগরির ২ কোম্পানি রয়েছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেন কমার সঙ্গ বাড়ছে পুঁজিশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যাও। পুঁজিবাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল’র তথ্য, সপ্তাহ ব্যবধানে পুঁজিশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৭১১টি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net