আসছে ‘ধড়ক টু’: জাহ্নবী কাপুর পরিবর্তে তৃপ্তি দিমরি

আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০৭:৩০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০৭:৩০:২৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
করন জোহর প্রযোজিত সিনেমা ‘ধড়ক’। শশাঙ্ক খাইতান পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। প্রায় ৬ বছর পর নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। কিন্তু ‘ধড়ক টু’ সিনেমায় নেই জাহ্নবী। বরং তার পরিবর্তে নেওয়া হয়েছে আলোচিত অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। আর ইশান কাট্টারের পরিবর্তে সিদ্ধার্থ চতুর্বেদী। গতকাল সোমবার করন জোহর তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ‘ধড়ক টু’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। ক্যাপশনে করন জোহর লেখেন, “ধড়ক টু’ সিনেমায় জুটি বাঁধবেন তৃপ্তি দিমরি ও সিদ্ধার্থ চতুর্বেদী। এটি পরিচালনা করবেন শাহজিয়া ইকবাল। চলতি বছরের ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।’ সিনেমাটির গল্পের বিষয়ে করন জোহর জানান, একদা এক রাজা ও এক রানি ছিলেন। তারা ভিন্ন গোত্রের ছিলেন। এটিই গল্পের শেষ। ধর্মা প্রোডাকশন ছাড়াও সিনেমাটি প্রযোজনা করছে- জি স্টুডিওস, ক্লাউড নাইন পিকচার্স। তৃপ্তি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’। গত ১ ডিসেম্বর মুক্তি পায় এ সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে যায়।

 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net