বঙ্গভবন অনিরাপদ রেখে চলছে গুলিস্তান শপিং কমপ্লেক্সের কাজ

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৩:৪৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৩:৫১:১৭ অপরাহ্ন
বিশেষ শ্রেণির কেপিআই বঙ্গভবন হতে পশ্চিমে অবস্থিত গুলিস্তান শপিং কমপ্লেক্স এর বহুতল ভবন নির্মাণ সংক্রান্ত কমিটি কর্তৃক জরিপ করে। জরিপকালে তদন্ত কমিটির সদস্যগণ ভবনটির বিভিন্ন তলা ও ছাদ পরিদর্শন করে। তদন্ত কমিটির সদস্যগণ বঙ্গভবন বিশেষ শ্রেণির কেপিআই বিদায়, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তাবিত ভূমির চতুপার্থে বিদ্যমান ইমারতসমূহের উচ্চতা বিবেচনা করে শর্তসাপেক্ষে ১২তলা পর্যন্ত ভবন ব্যবহারের বিষয়ে তৎকালীন কেপিআই জরিপ কমিটির সকল সদস্য একমত পোষণ করে। ভবনের ১২ তলার ছাদ হতে বঙ্গভবনের স্পর্শকাতর এলাকাসমূহ সরাসরি দৃশ্যমান হওয়ায় এবং নিরাপত্তা হুমকি থাকায় ১২তলা পর্যন্তই অনুমোদিত নকশা বহাল রেখে অবশিষ্ট অংশের অনুমোদিত নকশা বাতিল করার বিষয়েও জরিপ কমিটির সকল সদস্য একমত পোষন করে। শর্তআরোপ করে কেপিআই জরিপ কমিটির সকল সদস্য গুলিস্তান শপিং কমপ্লেক্স এর ১২ তলা পর্যন্ত ভবন ব্যবহার ও অতিরিক্ত নির্মাণ কাজ ভেঙে ফেলার বিষয়ে সুপারিশ প্রদান করে। শর্তাবলীর মধ্যে; ক। ইমারতের সর্বশেষ ছাদে গমনাগমনের ব্যবস্থা রাখা যাবে না এবং ব্যক্তিগত বা বাণিজ্যিক কোনো কাজেও তা ব্যবহার করা যাবে না। খ। ইমরাতে কর্মরত ব্যক্তিবর্গের তথ্যাদি প্রতি ৬ মাস অন্তর অন্তর নিয়মিতভাবে সংশ্লিষ্ট কেপিআই কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে। গ। ১০ তলা হতে ১২তলা গর্যন্ত কেপিআই অভিমুখী দরজা, জানালা, বারান্দাসহ সকল ঙঢ়বহরহম বন্ধ করতে হবে অথবা লুবার জাতীয় কাঠামো তৈরি করতে হবে। ঘ। সংশ্লিষ্ট কেপিআেই বঙ্গভবন এ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে স্থানীয় প্রশাসন, কেপিআই কর্তৃপক্ষ ও এসএসএফকে সার্বিক সহায়তা প্রদান করতে হবে। ভবনটির ১২তলা পর্যন্ত নকশা বহাল রেখে অবশিষ্ট অংশের নকশা বাতিল করে ইমারত নির্মাণের বিষয়ে সুপারিশ করা হয়, তদন্ত কমিটি তদানীন্তন মহানগর কেপিআই জরিপ কমিটি ও কেপিআইডিসির সুপারিশের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে। কেপিআই ২৪ ডিসেম্বর ২০২৪ শে অনুষ্ঠিত সভায় কোন রূপ আপত্তি না থাকায় সর্বসম্মতি ক্রমে বিশেষ শ্রেণীর কেপিআই ভূক্ত বঙ্গভবনের সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলিস্থান শপিং কমপ্লেন্সের ১২ তলা বহাল রেখে ১২০ ফুটের উপরের অংশ অপসারণের ব্যবস্থা গ্রহন করতে কেপিআই ডিসির আপন বিভাগ, বঙ্গভবন, এসএসএফ ও রাজউক কে অনুরোধ করা হয়। বিশ্বস্থ সূত্রে জানতে পারি কে পি আই নিষেধাজ্ঞা অমান্য করে রাতারাতি কনস্ট্রাকশন কাজ চলতে থাকে। ব্যবসায়ীরা বারবার বাধা দেয়ার পরেও ১২তলার উপরে ১৬ তলা পর্যন্ত নকশা বর্হিভূত কাজ সম্পন্ন করা হয়। অনুসন্ধানে জানা গেছে, গুলিস্থান শপিং কমপ্লেক্সে কোন প্রকার ফায়ার ফাইটিং ব্যবস্থা এখন পর্যন্ত স্থাপন করা হয়নি, ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ ভাবে চলছে। ভবনের বিভিন্ন তলায় ব্যাটারী জাতীয় বিস্ফোরক কারখানা রয়েছে। ১৬ তলার উপরের অংশে অবাধে বিভিন্ন মানুষ যাতায়াত করছে। বঙ্গভবন এর স্পর্শকাতরতা সরাসরি দৃশ্যমান হওয়ার যেকোন সময় বড় ধরনের নাশকতা হতে পারে এবং রাষ্ট্রের ব্যাপক ক্ষতিসাধন হবার সম্ভাবনা রয়েছে। একটি সূত্র বলছে, কে পি আই সার্ভে টিমকে ডেভেলপার ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, তিন কোটি টাকা দিয়ে ম্যানেজ করেছে ১২তলার উপরের সম্প্রসারণ কাজ করার অনুমতি এনে দিতে। মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্ট কেপিআই সার্ভে টিমকে বুঝানোর চেষ্টা করছে যে, এতে সরকার লাভবান হবে। ইহা আদৌ সঠিক নয় বরং মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্ট নামমাত্র ভাড়া পাবে আর ডেভেলপার সালামি নিয়ে চলে যাবে। ইতিমধ্যে শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেসসচিব, ডিজিএফআই, আপন বিভাগের সচিব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা গুলিতে ১২ তলার উপরের অংশ অপসারণের জন্য দাবি জানিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net