উদ্বোধনের ২ বছরেই দেওয়ালে ফাটল কেন্দুয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১০:৩০:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১০:৩০:০৮ পূর্বাহ্ন
কেন্দুয়া (নেত্রকোনা) থেকে রাখাল বিশ্বাস কেন্দুয়া উপজেলায় দুই বছর পূর্বে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উত্তর দিকের দেয়াল হেলে পড়েছে। গত ৯ আগস্ট সরেজমিনে গিয়ে দেখা যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালটি পাশের বাড়ির দিকে হেলে যাওয়ার দৃশ্য। স্থানীয়দের আশঙ্কা যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আশপাশের বাসিন্দারা চরম আতঙ্ক ও দুশ্চিন্তায় রয়েছেন। জানা গেছে, ২০২৩ সালে ভবনটি উদ্বোধন করা হয়। কিন্তু মাত্র ২ বছরের মাথায় ভবনের দেওয়ালের এমন অবস্থায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। তারা অভিযোগ করছেন, ভবন নির্মাণে মান বজায় না রাখার কারণেই দেয়ালে এই ফাটল দেখা দিয়েছে এবং হেলে পড়েছে। তাই দ্রুত এই সমস্যার সমাধান ও মেরামতের দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে ভবন নির্মাণে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদেরকেও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net