আমতলীতে সাংবাদিক তুহিন হত্যায় আমতলীতে তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ১১:১৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ১১:১৭:৩৪ অপরাহ্ন

এসএম সুমন রশিদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। 
আজ শনিবার (৯ই জুলাই) চ্যানেল আমতলী এর ব্যাবস্হাপনা পরিচালক সাইফুল্লাহ নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উক্ত কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত ছিলেন চ্যানেল আমতলীর চেয়ারম্যান আবুল বাশার রুমি, নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম মিল্টন বিশ্বাস, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদ খোকন, সাধারণ সম্পাদক সজিব মিয়া,আমতলী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচ,এম দেলোয়ার, আমতলী সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি জিয়া উদ্দীন সিদ্দিকী, আমতলী সাংবাদিক ক্লাব এর সভাপতি সুমন রশিদ, অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান সায়মন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার সভাপতি তালুকদার মোহাম্মদ বায়েজিদ সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
 সভায় সাংবাদিকরা বলেন, এটি শুধু একটি হত্যাই নয়, সংবাদমাধ্যমের পেশাদারিত্ব,  স্বাধীনতার ওপর সরাসরি হুমকি স্বরুপ।প্রাথমিকভাবে বলা হচ্ছে শুধু অপরাধের ভিডিও ধারণ করায় তাকে হত্যা করা হয়েছে।
 উপস্থিত সাংবাদিক বৃন্দ আরও বলেন, “এ ধরনের ঘটনা প্রমাণ করে সন্ত্রাসীরা আইনকে ভয় পায় না এবং সাংবাদিকদের মুখ বন্ধ করতে মেরে ফেলতেও দ্বিধা করে না।” তাই সাংবাদিকতা পেশায় গঠিত সংস্কার কমিশনের সুপারিশ কৃত প্রস্তাবনা দ্রুত বাস্তবায়নেরও আহবান জানানো হয়।
 সভার শুরুতে তুহিনের প্রতি এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সেই সাথে তুহিনের  পরিবার, সহকর্মী ও বন্ধুদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
 বাংলাদেশের সকল সাংবাদিকের নিরাপত্তার দাবি করে সভায় বলা হয়, “জবাবদিহি ছাড়া সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়। সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রও সম্ভব নয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net