নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১২:৩৬:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১২:৩৬:৫৭ অপরাহ্ন
নওগাঁ থেকে মো. আবু বকর সিদ্দিক
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। গত ৪ আগস্ট সকাল ১০টায় বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে শহরের এটিম মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ও ফেস্টন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রুফকুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন নওগাঁ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বন বিভাগ, পরিবেশ অধিদফতর, কৃষি বিভাগের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ফলদ, বনজ, ভেষজ এবং বাহারি ফুলের চারার সমাহার নিয়ে ৪০টির বেশি স্টল অংশগ্রহণ করেছে।
 
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net