মীরসরাইয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১২:৩১:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১২:৩১:৪৭ অপরাহ্ন
মীরসরাই (চট্টগ্রাম) থেকে আবদুল মান্নান রানা
মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের সাইবেনীখিল এলাকায় রাতের আঁধারে চলছে পাহাড় কাটার মহোৎসব। প্রতি রাতে পিকআপ ভর্তি করে মাটি বিক্রি করছে পাহাড় খেকোরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পিকআপ চালক রিপনের নতুন বাড়ি করা হয়েছে পাহাড়ের পাদদেশে। পাহাড় কেটে সমতল করে করা হয়েছে বসতি। পাশে পিকআপ চালক রুবেল ও তার ভাই রিয়াদের বসতভিটার সামনেও পাহাড় কাটার দৃশ্য দেখা যায়।
জানা গেছে, পাহাড় কেটে রাতের আঁধারে মাটি বিক্রি করে তারা। অবৈধভাবে দীর্ঘদিন ধরে পাহাড় কেটে বাড়ি-ঘর তৈরি করে আসছে। সবুজ প্রকৃতি ঘেরা এই এলাকায় অবাধে পাহাড় কাটার ফলে ধ্বংস হচ্ছে সৌন্দর্য বর্ধক প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাহাড়গুলো।
নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। রিপন ড্রাইভার, মৃত সাব এর পুত্র  ট্রাক চালক রুবেল ও পিকআপ চালক রিয়াদ এই পাহাড় কাটার সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এলাকার কিছু পাহাড়খেকো তাদের ব্যক্তি স্বার্থে সরকারি খাস মালিকানাধীন পাহাড় কেটে ঘর-বাড়ি করছে।
এ ছাড়া পাহাড় কেটে সেই মাটি বিক্রি করে দেদারসে বেচাকেনার মাধ্যমে রাতারাতি ধনী বনে যাচ্ছেন।
এদিকে, পাহাড়গুলো কেটে সৌন্দর্যহানীসহ গোটা এলাকার পরিবেশ নষ্ট করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলেও অভিযোগ রয়েছে। এই বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ একটি বেআইনি কাজ। এটি কোনোভাবে গ্রহণ যোগ্য নয়। আমরা খবর পেয়েছি একটি চক্র গভীর রাতে পাহাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net