
স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টারের দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই। ফর্ম বিবেচনায় ম্যানইউর চেয়ে এগিয়ে ছিল সিটিই। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকার এক নম্বরের সঙ্গে আট নম্বরের দ্বৈরথ। অন্যদিকে ম্যাচ শুরুর আগেই গুঞ্জন ছিল ফাইনাল হারুক বা জিতুক, কোচ এরিক টেন হাগের চাকরি থাকছে না। মাঠ ও মাঠের বাইরের এমন সব চাপ মাথায় নিয়ে গত শনিবার ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানসিটিকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতে নেয় এরিক টেন হাগের শিষ্যরা। এই মৌসুমে এটি তাদের একমাত্র শিরোপা। ফাইনালে পারফরম্যান্স দেখিয়েই চ্যাম্পিয়ন হয়েছে ম্যানইউ। ম্যাচের শুরু থেকেই ম্যানসিটিকে চাপে ফেলে গারনাচো, র্যাসফোর্ডরা। ৩০ মিনিটের মাথায় এগিয়ে যায় অলরেডরা। প্রথম গোল করেন আলেহান্দ্রো গারনাচো। সিটির ডিফেন্ডার গাবারডিওলের ভুলে ডিবক্সে বল পেয়ে যান এই উইঙ্গার। বল জালে জড়াতে ভুল করেননি ১৯ বছর বয়সী মেসির জাতীয় দলের এই সতীর্থ। ৩৯ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্দেসের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার কোবি মাইনু। ম্যানচেস্টার সিটির হয়ে ম্যাচের ৮৭ মিনিটের একমাত্র গোলে ব্যবধান কমান জেরেমি ডোকু। নৈপুণ্য দেখিয়েছেন আরেক আর্জেন্টাইন সেন্টারব্যাক লিসান্দ্রো মার্টিনেজ। ম্যাচ শেষে সিটির কোচের কথায় উঠে এসেছে সেই কথা- ‘বর্তমানে সে বিশ্বের সেরা পাঁচজন সেন্টারব্যাকের একজন। আমাদের ডিফেন্সের মধ্য দিয়ে পাস খেলে তিনি এই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন।