
ঢাকার আশুলিয়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা নিয়মিত ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতো।
আটককৃতরা হলেন-শিল্পী (২৬), বিথী (২০), মৌ (২০), ইভা (২৫), মিম (২২) ও মিষ্টি (২৭), ইছহাক হক (৩৮), আব্দুর রশিদ (৪৫), প্রসেনসিৎ (২৪), আনিস ব্যাপারী (৫০), সুজন শেখ (৩৯), আনোয়ার হোসেন (৩৪)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত ৬জন নারী ও ৬জন পুরুষসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন নারীসহ ১২ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।