ভাণ্ডারিয়ায় খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১০:০৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১০:০৮:৫২ অপরাহ্ন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খাল থেকে রব্বানি বেপারী (২৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৪ আগস্ট সকাল ৯টায় উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট সংলগ্ন সুনীল শিকদারের বাড়ির সামনে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রব্বানি বেপারী দক্ষিণ ভিটাবাড়িয়া ৬ নং ওয়ার্ডের মো. মন্টু হাওলাদের পুত্র।
স্থানীয়রা জানান, সকালে খালে মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল এবং পায়ে ইট বাঁধা ছিল, যাতে মরদেহ ভেসে না ওঠে। নিহত রব্বানি স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রব্বানির পিতা মন্টু হাওলাদার জানান, গত রোববার রাত ১০টার দিকে রবিউল, ইলিয়াস, সুদেব ও মিলন তাকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, মৃত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে।  নৌ পুলিশে জানানো হয়েছে তারা আসছে, আমরা তাদের সহযোগিতা করবো এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net