জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি টম লাথাম। দ্বিতীয় টেস্টের আগে ছিটকে গেলেন ফাস্ট বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ। এবার নাথানের পথেই হাঁটলেন উইল ও’রর্কে। এতে চাপ বাড়ছে নিউজিল্যান্ড শিবিরে। সর্বশেষ ইনজুরির তালিকায় নাম লেখানো ও’রর্কে পিঠে চোট পেয়েছেন। যে কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। এর আগে অ্যাবডোমিনাল স্ট্রেইনে ছিটকে গিয়েছিলেন নাথান। প্রথম টেস্টের তৃতীয় দিনে ও’রউর্কের পিঠে ব্যথা অনুভূত হয়। এরপর তাকে দেশে ফেরত পাঠিয়ে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত হয়। ডানহাতি ২৪ বছর বয়সী এই পেসারের ব্যাকআপ হিসেবে স্কোয়াডে আছেন বামহাতি পেসার বেন লিস্টার। অন্যদিকে নাথানের পরিবর্তে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন জাকারি ফোল্কস। নিউজিল্যান্ডের বোলিং কোচ জ্যাকব ওরাম বলেন, ‘আমরা আশা করছি এটা গুরুতর কিছু না। সে (ও’রর্কে) আমাদের দলের আগামী ছয় থেকে আট মাসের পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে অনেক টেস্ট সিরিজ আছে, বড় বড় ট্যুর আছে-তাই ওর শরীরের যত্ন নিতে হবে। আমরা প্রার্থনা করছি সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক।’ প্রথম টেস্টের প্রথম ইনিংসে উইকেটহীন ১৩ ওভার বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১০ ওভারে ৩ উইকেট নেন ও’রউর্ক। এরপরই পিঠের ব্যথায় মাঠ ছাড়েন। তার ইনজুরির ফলে টেস্ট অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে জ্যাকব ডাফি অথবা ম্যাথিউ ফিশারের। সম্প্রতি নেট বোলার হিসেবে কোচ রব ওয়াল্টারকে মুগ্ধ করে স্কোয়াডে ডাক পেয়েছেন ফিশার। নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম কাঁধের চোটের কারণে প্রথম টেস্ট খেলতে না পারায় ওই ম্যাচে নেতৃত্ব দেন মিচেল স্যান্টনার। ল্যাথাম দ্বিতীয় টেস্টে খেলবেন কি না, সেটি এখনও নিশ্চিত নয়। দ্বিতীয় টেস্ট শুরু হবে আজ বৃহস্পতিবার।