ওভাল টেস্টে ভারতের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুললেন সাবেক পাকিস্তানি পেসার শাব্বির আহমেদ। শুবমান গিলের নেতৃত্বে ওই টেস্টে ভারতীয় দলের ৬ রানের শ্বাসরুদ্ধকর জয়ের পর এমন অভিযোগ তোলেন তিনি। শাব্বিরের দাবি, ভারত বল টেম্পারিং করেছে এবং ভ্যাসলিন ব্যবহার করে ৮০ ওভারের পরও বলকে অস্বাভাবিকভাবে চকচকে রেখেছে। ওভাল টেস্টের শেষদিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রানের, হাতে ৪ উইকেট। পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণার নাটকীয় বোলিংয়ে এই ম্যাচ শেষ পর্যন্ত ভারত জিতে যায় ৬ রানে। এতে সিরিজ ২-২ সমতায় শেষ করতে সক্ষম হয় ভারত। বিতর্ক উঠেছে ভারতীয় দলের কাণ্ডে। টেস্ট সাধারণ ৮০ ওভার পর পর ফিল্ডিং দল বল পরিবর্তন করতে পারে। কিন্তু ভারতীয় দল ওই ম্যাচে ৮০ ওভারের পর নতুন বল নেয়নি। শাব্বির আহমেদের দাবি ছিল, ভারতীয়রা বলকে চকচকে রাখতে ভ্যাসলিন ব্যবহার করেছে। তিনি মনে করেন, বলটি ল্যাবে পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করা উচিত। এক্সে (সাবেক টুইটার) শাব্বির লেখেন, ‘আমার মনে হয় ভারত ভ্যাসলিন ব্যবহার করেছে। ৮০ ওভারের পরও বল নতুনের মতো চকচকে ছিল। আম্পায়ারদের বলটি ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা উচিত।’ ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলে খেলেছেন শাব্বির আহমেদ। ১০টি টেস্ট, ৩২টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলে ৮৪টি উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। শাব্বিরের ক্যারিয়ারও বিতর্কের উর্ধ্বে ছিল না। প্রথম বোলার হিসেবে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য ১২ মাসের জন্য নিষিদ্ধ হন তিনি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা ২০০৬ সালের ডিসেম্বরে প্রত্যাহার করা হয়। নিষেধাজ্ঞা থেকে ফিরে ভারতের তখনকার আইসিএলে (ইন্ডিয়ান ক্রিকেট লিগ) চেন্নাই সুপারস্টারসের হয়ে খেলেন শাব্বির। ফাইনালে হ্যাটট্রিক করে দলকে চ্যাম্পিয়নও করেন তিনি। পাকিস্তানের জার্সিতে তার শেষ ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিবয়ারের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।