
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে জুলাই - আগষ্ট ০২৪ এর শহীদদের এক বছর পুর্তি উপলক্ষে
ডক্টর এসোসোয়েশন ফরিদপুরের উদ্যোগে দক্ষিণ আলীপুরের দারুল
এহসান মাদ্রাসাও এতিম খানায় মঙ্গলবার (৫ ই জুলাই )জোহর বাদ দোয়া ও মিলাদ মাহফিলএর আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাফিল
পরিচালনা করেন চর কমলাপুর মসজিদ এর খতিব। দোয়া মাহফিল এ
অংশ নেন ফরিদপুর ড্যাব এর সভাপতি
প্রফেসার ডাক্তার মোস্তাফিজুর রহমান,
ডায়াবেটিস সমিতি কলেজের অধ্যক্ষ
ডাক্তার জহিরুল ইসলাম মিয়া,ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার রফিকুল
ইসলাম,ফরিদপুর সিভিল সার্জন অফিস এ কর্মরত ডাক্তার আল আমিন
সহ ড্যাব এর সদস্য বৃন্দরা ও মাদ্রাসা
ও এতিম খানার শতাধিক ছাত্ররা।