
গাজীপুর থেকে বিনয় সরকার
গাজীপুরের কোনাবাড়ী প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠিত হয়েছে। নব গঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্য নির্বাচনের ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।
কোনাবাড়ী প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুগান্তর গাজীপুর প্রতিনিধি মোরশেদ আলমের সভাপতিতে অনুষ্ঠিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সকল উপস্থিত সাধারণ সদস্যদের সম্মতিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক জনতা কোনাবাড়ী প্রতিনিধি আক্তারুজ্জামান যুগ্ম আহ্বায়ক, দৈনিক নুন ভোরের রেজা চৌধুরী, সদস্য সচিব দৈনিক আমাদের সময়ের অজয় সরকার ঝুটন, সদস্য দৈনিক জনতার বিনয় সরকারও সদস্য দৈনিক নিরপেক্ষের শফিকুর রহমান।