কথার বরখেলাপকারীকে মানুষ মাফ করেনি -ডা. জাহিদ

আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৩:০৮:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৩:০৮:১৫ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ড. ইউনুস সাহেব নির্বাচনের বিষয়ে যেটা বলেছেন, আমরা আশাবাদী তিনি তার কথা বাস্তবায়ন করবেন। তাহলে সাধারণ মানুষ বাহবা দেবে, তখন দেশের মানুষ তার পাশে থাকবে। আর যদি সেটি করতে ব্যর্থ হন, তাহলে অতীতে কিন্তু কথার বরখেলাপকারীকে দেশের মানুষ মাফ করেনি। আপনাদের যাতে সেই পরিণতি না হয়।গত রোববার সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ডা. জাহিদ বলেন, আমরা আশাবাদী, ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। শাহাব উদ্দিন সাহেব যদি তিন মাসে পারেন, অন্যরা যদি পারেন-আপনারা কেন পারবেন না? তাহলে কি আপনাদের আন্তরিকতার অভাব রয়েছে? আমরা সেটা বিশ্বাস করতে চাই না।তিনি বলেন, বিগত সরকারের আমলে জনগণের টাকা পাচার করে কানাডা, দুবাই, মালয়েশিয়ায় ঘরবাড়ি করা হয়েছে। আমরা চাই না, সেইরকম সুযোগ আর কেউ পাক। সেজন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।সেখানে আরও বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাখাওয়াত হাসান জীবন, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতা সিদ্দিকী, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net