ছাতক থানার ওসিকে প্রাণনাশের হুমকি

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১১:৫৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১১:৫৭:০৪ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে আতিকুর রহমান
সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দকে একটি মোবাইল নাম্বার থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে মোবাইল (নং ০০১৭০৪৪৮০৪১৭৮) থেকে থানার সরকারি নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ ও ফোন করে এ হুমকি দেওয়া হয়।
ওসি জানান, ফোনে তাকে বলা হয় আওয়ামী লীগ হারাইয়া যায় নাই, আওয়ামি লীগ ১০ বছর পরে হইলেও ফিরবে, বিষয়টা মাতায় রাইখেন। দিন ঘুরলে বাংলাশের যেখানেই থাকবেন ধরা হবে। মাইন্ড ইট, সমন্বয়ক আর জামায়াত কেউ বাঁচাতে পারবে না। এসময় ওসি ওই লোককে পরিচয় দিয়ে কথা বলার জন্য বলেন। কিন্তু সে ওসিকে বলে সময়মত সামনে এসেই পরিচয় দেব। এরপর ওসি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net