ফরিদপুরে মাদক কে সয়লাব

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১১:৩১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১১:৩১:৩১ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বিভিন্ন এলাকায় মাদক এ সয়লাব,কোন অবস্থাতেই নিয়ন্ত্রণে আসছেনা। একাধিক সূত্রে জানা যায় ফরিদপুর শহরের অম্বিকাপুর,আলীপুর এলাকায় দিনে দুপুরে প্রকাশে মাদক  বিক্রি হচ্ছে। মাদক কারবারিরা হচ্ছে  ঐ সকল এলাকার লিছান,বাদল ফারূক উজ্জল ইলিয়াস রিয়াদ এবং  বান্ধব পল্লী এলাকার রাজু। সন্ধ্যা হলেই অম্বিকাপুর ও আলীপুর এলাকায় শুরু হয় মাদক বেচা কিনা,চলে গভীর রাত পযর্ন্ত  বিক্রি হয়ে থাকে বলে জানায় এলাকা বাসিরা।তারা আরো জানান শুধু মাত্র র‍্যাব মাদক বিক্রি অভিযান মাঝে মাঝে পরিচালনা করে কিছু মাদক ব‍্যবসায়িদের গ্রেফতার করে থাকে। তবে ইদানিং যৌথ বাহিনীর তৎপরতা রয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে খুবই কম দেখা যায়। অম্বিকাপুর এলাকার রিক্সা চালক  কামাল,আবুল,মনু জানান অনেক দিন ধরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে কিছু কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ফরিদপুরে  কর্মরত থাকায় কোন প্রতিকার হচ্ছেনা। এ সকল কর্মকর্তাদের অন্যত্র বদলী না হওয়ার পযর্ন্ত ফরিদপুরের মাদক নিয়ন্ত্রণ হবে না। 
ফরিদপুরের ৯ টি উপজেলার এমন কোন এলাকা নেই যে এলাকায় মাদক বিক্রি হচ্ছে না,তার মধ্যে ভাংগা উপজেলায় মাদকদ্রব্য বেশী বিক্রি হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। এই মাদক এর নেশায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net