স্মিথ ছিটকে পড়ায় টেস্ট দলে সুযোগ পেলেন ফকস

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৮:১৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৮:১৫:৩৩ অপরাহ্ন
নিউজিল্যান্ড দলে ইনজুরি জনিত পরিবর্তন, দ্বিতীয় টেস্ট বৃহস্পতিবার জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টেস্টে বড় একটি পরিবর্তনের মুখে নিউজিল্যান্ড দল। অলরাউন্ডার নাথান স্মিথের চোটে কিউই শিবিরে জায়গা পেয়েছেন তরুণ জ্যাক ফকস। বুলাওয়েতে আগামী শুক্রবার শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে এমন পরিবর্তন আনতে বাধ্য হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় পেটের পেশিতে টান অনুভব করেন স্মিথ। ২২ রানে ব্যাট করছিলেন তিনি, তখনই ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন এবং আর খেলায় ফিরতে পারেননি। পরে এমআরআই পরীক্ষায় তার পেশিতে টান ধরা পড়ে, যার ফলে তাকে ২ থেকে ৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
স্মিথের এই অনাকাক্সিক্ষত ছিটকে পড়া খুলে দিয়েছে ২৩ বছর বয়সী ফকসের জন্য টেস্ট দলে অভিষেকের সম্ভাবনা। সিরিজ শুরুর আগে তিনি জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন। এর আগে নিউজিল্যান্ডের হয়ে ১৩টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ১৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ৫৭ উইকেট এবং ব্যাট হাতে করেছেন ৫৪৪ রান।
এছাড়া, প্রথম টেস্টের তৃতীয় দিনে পিঠে অস্বস্তি অনুভব করায় উইল ও'রুর্কির ফিটনেস নিয়েও সংশয় তৈরি হয়েছে। তার বিকল্প হিসেবে দলে যুক্ত হয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার বেন লিস্টার। যদিও এখনও কোনো টেস্ট ম্যাচ খেলেননি লিস্টার, তবে তার অভিজ্ঞতা আছে তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচের।
প্রথম টেস্টে স্মিথ বল হাতে রেখেছিলেন কার্যকর ভূমিকা। মাত্র ২০ রান দিয়ে নিয়েছিলেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, যা জিম্বাবুয়েকে ১৪০ রানে অলআউট করতে সাহায্য করে। এরপর ব্যাট হাতে খেলেছিলেন ৭৯ বলে ২২ রানের ইনিংস। কিন্তু তার ইনজুরি দ্বিতীয় ইনিংসের ফিল্ডিংয়ে ফেরার সুযোগ দেয়নি।
প্রথম টেস্টে ৯ উইকেটের দাপুটে জয়ের পর দ্বিতীয় টেস্টে এগিয়ে থাকতে চায় কিউইরা। তবে স্মিথ ও ও’রুর্কির অনুপস্থিতি কিছুটা চিন্তার কারণ হয়ে উঠতে পারে তাদের জন্য।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net