মাইলস্টোনে স্কুল কার্যক্রম শুরু হয়নি, কলেজে ভর্তি চলছে

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৫২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৫২:৩০ অপরাহ্ন
বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ অনেকের প্রাণহানির ঘটনার পর এখনও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারেনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। স্কুল কার্যক্রম শুরু না হলেও চলছে শিক্ষার্থীদের কাউন্সিলিং। শুরু হয়েছে একাদশের ভর্তি কার্যক্রম। সীমিত পরিসরে কিছু শিক্ষার্থী প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে। গতকাল রোববার সকালে প্রতিষ্ঠানটিতে মিলাদ মাহফিল, শোক ও স্মরণসভার আয়োজন করা হয়।উত্তরার মাইলস্টোন স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার বলেন, এখনও স্কুলের কার্যক্রম শুরু হয়নি। শোক ও মিলাদ মাহফিল চলছে। গতকাল রোববারসকালে কলেজের মূল ফটক দিয়ে কিছু শিক্ষার্থী ভেতরে প্রবেশ করেছে। তবে নেই আগের মতো স্বাভাবিক অবস্থা। নেই শিক্ষার্থীদের কোলাহল। সবাই যেন স্তব্ধ। সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় মিলাদ মাহফিল, শোক ও স্মরণসভা। এতে অংশ নিয়েছেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা।মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় স্থায়ী ক্যাম্পাস দিয়াবাড়ির লে. ক. কামালউদ্দিন ভূঁইয়া হলে শোক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় গত শনিবার।গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। তবে চালু রাখা ছিল প্রশাসনিক কার্যক্রম, আহতদের সহায়তায় পরিচালিত হয় একটি কন্ট্রোল রুম।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net