৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য আয়োজন

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৪৯:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৪৯:৩৭ অপরাহ্ন
আগামীকাল মঙ্গলবার ৫ আগস্ট (৩৬ জুলাই) ঘোষিত হতে যাচ্ছে “জুলাই ঘোষণাপত্র”।জুলাই ঘোষণাপত্র ঘোষণা উপলক্ষে ৩৬ জুলাই ‘ফ্যাসিস্টের পলায়ন’ উদযাপনসহ মানিক মিয়া অ্যাভিনিউতে থাকছে দিনব্যাপী আয়োজন।এখানে পরিবেশন করা হবে জুলাই গণঅভ্যুত্থানে সাড়া জাগানো সব গান।প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেলা ১১টায় টং এর গানের মধ্যদিয়ে শুরু হবে দিনব্যাপী অনুষ্ঠানমালা। ১১টা ২০ মিনিটে গাইবে সাইমুম শিল্পীগোষ্ঠী, ১১টা ৪০ মিনিটে কলরব শিল্পীগোষ্ঠী। ১২টা ০৫ মিনিটে নাহিদ এবং ১২টা ৩০ মিনিটে থাকছে তাশফির পরিবেশনা।এরপর জোহরের আজান ও নামাজের বিরতি। বিরতির পর ১টা ১০ মিনিটে চিটাগাং হিপহপ হুড, ১টা ৩০ মিনিটে সেজান এবং দুপুর ২টায় গাইবে শূণ্য।২টা ২৫ মিনিটে থাকছে ফ্যাসিস্টের পলায়ন উদ্যাপন। দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান, বিকেল ৩টায় ইথুন বাবু ও মৌসুমী, ৩টা ৩০ মিনিটে সোলস এবং বিকেল ৪টায় গাইবে ওয়ারফেজ।বিকেল ৫টায় পাঠ করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। এরপর সাড়ে ৫টায় থাকছে বেসিক গিটার লারনিং স্কুল, ৫টা ৫০ মিনিটে এফ মাইনর এবং ৬টা ১৫ মিনিটে থাকবে পারশা’র পরিবেশনা।মাগরিবের নামাজের বিরতির পর সন্ধ্যা ৭টায় থাকবে এলিটা করিমের পরিবেশনা।সন্ধ্যা সাড়ে সাতটায় থাকবে স্পেশাল ড্রোন শো ‘ডু ইউ মিস মি’। সবশেষ রাত আটটায় থাকবে আর্টসেলের পরিবেশনা।সবাইকে পরিবার-পরিজন নিয়ে ‘৩৬ জুলাই’ উদযাপনে আসার আহ্বান জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।৩৬ জুলাই (৫ আগস্ট), ২০২৪ সালের এই দিনে পৃথিবী দেখেছিলো এক অভাবনীয় গণ-অভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলো ফ্যাসিস্টশেখ হাসিনা।বহু শহীদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিলো। পথে পথে ছিলো উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net