
নেত্রকোনা থেকে মো. রতন মিয়া
নেত্রকোনা সদর উপজেলার বড়গাড়া তেলীগাতি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে। পুলিশকে জানালেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠেছে। গত শনিবার এ ব্যাপারে থানায় অভিযোগ করতে গেলে নানা অজুহাতে পুলিশ এড়িয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড়গাড়া তেলীগাতি গ্রামের মৃত আবদুৃল হামিদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিবেশী বাদল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আবদুল হমিদের ছেলে শাহজাহান মিয়া ও তার লোকজন তাদের দখলী জমিতে গত শুক্রবার ঘর উঠাতে গেলে বাদল মিয়া তার লোকজন নিয়ে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাদল মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শাহজাহান ও তার লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে শাহজাহান মিয়া(৩০), আলমগীর মিয়া (২৬), জাহাঙ্গীর মিয়া (৩০), নওশাদ মিয়া (৪০), সুরমা আক্তার (৪০), শিমলা আক্তার (২৬), সাবিনা আক্তার (২৮)সহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।