
রাজধানীর হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম রওশন আরা (৬০)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মৃতা রওশন আরা হাজারীবাগ বেড়িবাঁদ কালু নগর ময়লার ডিপো এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। তার বাবার নাম মৃত খোদাবক্স। জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান গতকাল শুক্রবার ভোর রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের মেয়ে রুনা আক্তার অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তাদের জমিজমা সংক্রান্ত শেয়ার ও পাওয়ার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শুধু তাই না কিছুদিন আগে তাদের বিদ্যুতের তারও কেটে নিয়ে গিয়েছিল। এসব দ্বন্দ্বের জেরে আব্দুর রহিম (২৮), আব্দুর রহমানসহ ৫ থেকে ৬ জন তার মাকে গত বৃহস্পতিবার রাতে পাইপ, লাঠি দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। পরে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে শুক্রবার ভোর রাতে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃতের মেয়ে রুনা আক্তার অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তাদের জমিজমা সংক্রান্ত শেয়ার ও পাওয়ার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শুধু তাই না কিছুদিন আগে তাদের বিদ্যুতের তারও কেটে নিয়ে গিয়েছিল। এসব দ্বন্দ্বের জেরে আব্দুর রহিম (২৮), আব্দুর রহমানসহ ৫ থেকে ৬ জন তার মাকে গত বৃহস্পতিবার রাতে পাইপ, লাঠি দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। পরে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে শুক্রবার ভোর রাতে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।