বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১১:৫৯:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১১:৫৯:০১ পূর্বাহ্ন
রাঙামাটি প্রতিনিধি কয়েকদিনের টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। এতে ডুবতে শুরু করেছে রাঙামাটির ঝুলন্ত সেতুটি। গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সেতুর পাটাতনে কোথাও কোথাও ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত পানি উঠেছে। বেড়াতে আসা পর্যটকরা ডুবতে থাকা ঝুলন্ত সেতু দেখে কিছু হতাশা প্রকাশ করেন। পর্যটন ঘাটের বোট চালক সমিতির নেতা সালা উদ্দিন জানান, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে আজ-কালের মধ্যে পুরো সেতু ডুবে যাবে। সেতুটি ডুবে গেলে পর্যটন ব্যবসায় ধস নামে আসে। অন্যদিকে পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে, এ সময় হ্রদে পানি থাকার কথা ৮৮.৪৯ এমএসএল। হ্রদে পানি রয়েছে ১০.৫.২৬ এমএসএল। ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২১৮ মেগাওয়াট। উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল হলেও ১০৫ এমএসএল হলেই প্রতি বছর ঝুলন্ত সেতুটি ডুবে যায়। বিভিন্ন উন্নয়ন সংস্থা সেতুটি সংস্কারের উদ্যোগের কথা বললেও কার্যকর কোনও ভূমিকা চোখে পড়েনি।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net