বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৪৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৪৭:৪৬ অপরাহ্ন
বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি জলন্ধর আদালতে আত্মসমর্পণ করেছেন। ২০১৭ সালের একটি চলচ্চিত্রের পোস্টারকে ঘিরে হিন্দু ধর্মকে অসম্মান করার অভিযোগের জেরে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারি এড়াতে রাজকুমার রাও দ্রুত আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। মামলাটি ধর্মীয় সংবেদনশীল হওয়ায় আদালত পরবর্তী শুনানিতে আট বছরের পুরনো এই মামলার উভয় পক্ষের বক্তব্য নতুন করে শুনবে বলে জানা গেছে। এই বিষয়ে রাজকুমার রাওয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বহেন হোগি তেরি’ ছবির একটি পোস্টারে রাজকুমার রাওকে শিবের বেশে বাইকে বসে থাকতে দেখা যায়। এই ছবিটিকে ঘিরে তখন স্থানীয় শিবসেনা তীব্র আপত্তি জানায় এবং হিন্দু ধর্মকে অসম্মান করার অভিযোগ তোলে। শিবসেনার পক্ষ থেকে সে সময়েই ছবির পরিচালক নীতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, অভিনেত্রী শ্রুতি হাসান এবং অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে জলন্ধর আদালতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net